ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাতে তারাকান্দায় বিক্ষোভ মিছিল
আপডেটঃ ১২:৫৬ পূর্বাহ্ণ | জুলাই ১৯, ২০১৪

মোজাম্মেল হক মন্ডলঃ
গতকাল শুক্রবার বাদ জুমআ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় জু’আর নামাজ শেষে বিভিন্ন মস্জিদের মুসুল্লিগণসহ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে (গাজায়) হামলা ও গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল তারাকান্দা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে দক্ষিন বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন তারাকান্দা বড় মস্জিদের খতিব সাঈদ সাঈফী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা মতিউর রহমান, মাওলানা শাহ জালাল, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মালেক, উপজেলা যুব দলের আহ্বায়ক এ.এফ.এম ওয়াহিদুজ্জামান, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা আব্দুল মালেক, মাওলানা তাজ উদ্দিন, আলহাজ্ব শাহজাহান খান, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গাজা উপাত্তাকায় ইসরাইল হামলা চালিয়ে নিরপরাদ নারী শিশু সহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজায় হামলা বন্ধসহ ইসরাইলীদের শাস্তি প্রদানে জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ববাসীর কাছে বক্তরা দাবী জানান।