হবিগঞ্জে ঈদ জামাতকে কেন্দ্র করে নিহত ১
আপডেটঃ ১১:১৭ পূর্বাহ্ণ | জুলাই ৩০, ২০১৪

হবিগঞ্জ জেলার লাখাইয়ে ঈদের জামাত পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শামীম মিয়া (২৫) নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জেলার শামীম বেগুনাই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকাল ১০টায় উপজেলার বেগুনাই গ্রামে ঈদের জামাত পড়াকে কেন্দ্র করে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ কামাল মুশাহিদের লোকজনের সঙ্গে সাবেক ইউপি মেম্বার সোয়াই মিয়ার লোকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই শামীম নিহত হয়।