সৌদি আরবে বাংলাদেশি নারী নিহত
আপডেটঃ ১১:৩৩ পূর্বাহ্ণ | জুলাই ৩০, ২০১৪
সৌদি আরবের মদিনা আল মনোয়ারার ওয়াদি আল জিন নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নাছিম জাহান শিল্পী (৪০) নামরে এক প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিল্পী জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার পরিচালনা পর্ষদ সদস্য আমির মোহাম্মদ ফিরোজের স্ত্রী।
জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার মিডিয়া অফিসার রুমি সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, শিল্পী ঈদের ছুটিতে মদীনা যাওয়ার সময় ওয়াদী আল জিন নামক একালায় তাদের গাড়ি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শিল্পীসহ আহতদের কিং ফাহাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৯টায় মারা যান তিনি।
নাছিম জাহান শিল্পীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। দুর্ঘটনায় আহত একই পরিবারের আরো ৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আমির মোহাম্মদ ফিরোজের স্ত্রীর মৃত্যুতে জেদ্দা বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।