রাজধানীতে মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার….
আপডেটঃ ১০:১৭ অপরাহ্ণ | মার্চ ০৩, ২০২১

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানী কদমতলী থানার শ্যামপুর বাজার এলাকায় গোপনে অভিযান চালিয়ে মানব পাচারকারী সংঘবদ্ব চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ মুন্না (৪০), মোঃ আনোয়ার হোসাইন (২৬) ও ইমরান (৩৩)।এসময় তাদের নিকট থেকে ১টি পাসপোটর্, ৩ টি মোবাইল ফোন, ১টি ট্যাব ও নগদ ছয় হাজার নয়শত পঁঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।মঙ্গলবার বিকেলে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযোগের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে বিভিন্ন মালামালসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে ও প্রতারনামূলকভাবে অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল বলে জানা যায়।এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।