কমনওয়েলথ প্যারা অ্যাথলিটসদের হাতে খালি খাম তুলে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
আপডেটঃ ৬:৪৪ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০১৪

হরিয়ানা: সম্মান গ্রহণ অনুষ্ঠানে গিয়ে চরম অপসস্থ হলেন প্যারা অলিম্পিকে মেডেল জয়ীরা। ভারতের প্যারা অ্যাথেলিটস প্রশান্ত কর্মকার ও জয়দীপ সিংয়ের সঙ্গে সোনিপথে যেটা হল, তা তাঁরা কল্পনাও করতে পারেননি। গ্লাসগো কমনওয়েলথ-এ পদক বিজয়ী প্যারা অ্যাথেটিলটসদের সম্মান জানানোর আয়োজন করেছিল হরিয়ানা সরকার। সেখানেই হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার হাত থেকে খালি খাম পেলেন প্রশান্ত, জয়দীপরা।
এই ঘটনায় নিজের ভুল স্বীকার করেছে হরিয়ানা সরকার। গ্ল্যাসগোতে অংশগ্রহণকারী সকল প্যারা আথলিটকেই ৫ লক্ষ টাকা দিয়ে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা সরকার। কিন্তু আয়োজনে যে একটা বড় ভুল হয়ে গিয়েছে সেটা জানা যায় যখন ক্রীড়াবিদরা খাম হাতে পেয়েগিয়েছেন। খামের ভিতর কোনও চেক ছিল না বলে জানিয়েছেন অ্যাথেলিটরা। হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে ১০ দিনের মধ্যে প্রত্যেকে চেক পাঠিয়ে দেওয়া হবে।