বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীত ৩ দিনের কর্মসূচি
আপডেটঃ ৬:৫১ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০১৪

ঢাকা: আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৩১শে আগস্ট বিএনপির উদ্যোগে আলোচনাসভা। তবে সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী ও ফাতিহা পাঠ। এসময় খালেদা জিয়ার নেতৃত্বে দলের সকল নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া,২ সেপ্টেম্বর বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে।
এদিকে, সংবাদ সম্মেলনের পূর্বে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সর্বশেষ সাংগঠনিক অবস্থান ও পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে যৌথসভা করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এসময় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক,সম্পাদক মন্ডলীর সদস্য, দলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।