সিরাজগঞ্জে নদীভাঙ্গা ভূমিহীন বা সমিতির কর্মীসভা অনুষ্ঠিত
আপডেটঃ ১:০৩ অপরাহ্ণ | মে ২৪, ২০১৪

শাহানাজ শিমুল ঃ
“পূনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে” না এই শ্লোগানকে সামনে রেখে ̄
পুনর্বাসনের দাবীতে গতকাল বুধবার বিকেলে ধানবান্ধি বিএল সরকারী উচ্চ
বিদ্যালয় প্রাঙ্গনে নদীভাঙ্গা ভূমিহীন বা ̄‘হারা সমিতির এক কর্মীসভা
অনুষ্ঠিত হয়েছে। সুকচান মিয়ার সভাপতিত্বে এতে ব৩ব ̈ রাখেন, নদীভাঙ্গা
ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক
জাকারিয়া হোসেন জাকির, জাতীয় রিক্সা শধমিক জোটের যুগ্ম আহবায়ক
আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক হানিফ, ভূমিহীন নেত্রী ময়না বেগম, প্রচার
সম্পাদক কালাচান, সদস ̈ লাকী প্রমুখ। ব৩ারা বলেন, যাদের সম্পদ নেই
তাদের সাথে কেউ নেই। ভূমিহীনরা আন্দোলনের মাধ ̈মে সবকিছু পাবে।
কিন্তু ভূমিহীনদের কোন নারী সংগঠন নেই। অথচ এই নারীরা বিভিন্ন
উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রভাবশালীদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে।
তারা তাদের শধম বিক্রি করে অর্থ আয় করে।
এক্ষেত্রে নারীদের দায়িত্ব অনেক।
নদীভাঙ্গা লোকদের যদি সরকার উচ্ছেদ করে তবে পুনর্বাসন দিতে হবে। না
দিলে আমরা আন্দোলন করবো। ভূমিহীনদের ৭/৮’শ মহিলা। সংগঠন শক্তিশালী
করনের লক্ষে কাজ করতে হবে। প্রায় ২’শ পরিবার রয়েছে এখানে। যার অর্ধেক
নারী। সেজন ̈ পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে এসে আন্দোলনে অংশ
নিতে হবে। বুঝতে হবে আমাদের ভূমির জন ̈ আমরা আন্দোলন করছি। আগে
আমি ভূমিহীন তারপর আমি সিরাজগঞ্জের মানুষ। তাই সকলকে ঐক ̈বদ্ধ
হয়ে আন্দোলনে অংশ নিতে হবে। সে আন্দোলন কখনোই বিথা যাবে না।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, নেত্রী নিলুফা ইয়াসমিন।