ভার্জিনিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬
আপডেটঃ ১০:৫১ পূর্বাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে শনিবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ার ফ্রেডিরিসবার্গের শ্যানন বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।
ভার্জিনিয়া পুলিশের সার্জেন্ট এফ.এল টেইলর বলেছেন, বিমানটি অবতরণ চেষ্টার পর আবার উড্ডয়নের চেষ্টা করে। সেসময় বিমানটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়।
বিধ্বস্ত বিমান থেকে ছয়জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। বিধ্বস্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে।