গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ স্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু
আপডেটঃ ৬:০১ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬

রাজীব হাসান তপু,চ্যানেল সেভেন বিডি,টঙ্গী,গাজীপুর: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া লেদু মোল্লা রোডের একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন (৩৫) মারা যায়।
পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে থানা থেকে ওই শ্রমিকের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে।
নিহত বিল্লাল হোসেন নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকার দুলাল মিয়ার ছেলে। সে পরিবার নিয়ে টঙ্গীর এরশাদ নগরের ১ নং ব্লকে ভারা বাসায় থেকে দিনমজুরের কাজ করতো।
জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে বিল্লাল নির্মাণাধীন ওই বাড়িতে জলাধার পরিস্কার করছিলো। এ সময় সে অসাবধানতা বসতঃ সেচের কাজে ব্যবহৃত পাম্পের বিদ্যুৎ পরিবাহী তারে জড়িয়ে মৃত্যুবরন করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক আমিনুল ইসলাম ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।