সাঘাটায় গৃহবধুকে পিটিয়ে হত্যা-আটক ১
আপডেটঃ ৬:২৬ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬

মোঃ আনোয়ার হোসেন রানা,সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলের গুয়াবাড়ী গ্রামে রোকেয়া(২৮) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে আব্দুল হক (৩০)নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকবাসী জানায় গত শনিবার সকাল ৯ ঘটিকায় গুয়াবাড়ি গ্রামের কামালের স্ত্রী রোকেয়ার সহিত প্রতিবেশী তছলিম উদ্দিনের ছেলে আব্দুল হকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকটি সময় আব্দুল হক ক্ষিপ্ত হয়ে তার হাতে থাক্ ালাঠি দিয়ে রোকেয়াকে আঘাত করে। এতে ঘটনা স্থলে রোকেয়ার মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আব্দুল হককে আটক কর্এেবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ রিপোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।