মধুচক্রের খবর নতুন নয়। কিন্তু এবার যা ধরা পড়ল তা তাজ্জব করে দেওয়ার মতো। বিলাসবহুল গাড়িতে মধুচক্র ফাঁস করল পুলিশ।
জানা গেছে, রাস্তাতেই হত এই মধুচক্র। গাড়ির আরোহী মহিলারা লোকজনকে ফান ড্রাইভের জন্য ডাকত। এরপর চলন্ত গাড়িতেই অর্থের বিনিময়ে চলত দেহ ব্যবসা।
কোনও গ্রাম কিংবা মফঃস্বল নয়, খোদ ওড়িশার রাজধানী ভূবনেশ্বরের রাজপথে চলত এই মধুচক্র।গাড়ির আরোহী মহিলারা লং ড্রাইভের প্রস্তাব দিত। আর চলন্ত গাড়িতেই টাকা দিলে ক্রেতার সঙ্গে যৌন সম্পর্ক করত ওই মহিলারা।
পাঁচজন মহিলা, একজন পুরুষ ও একজন মহিলা দালাল এই চক্র চালাত।
পাঁচ মহিলার বয়স ১৮ থেকে ২২-এর মধ্যে। মঞ্জুলতা নামে ৩৫ বছরের মহিলা চক্রের পান্ডা। কয়েকমাস আগেই মঞ্জুলতাকে পাকড়াও করেছিল পুলিশ। কিন্তু জামিনে সে ছাড়া পেয়ে যায়। জেল থেকে বেরিয়ে সে ফের গাড়িতে দেহ ব্যবসা শুরু করে। পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে।