অলিম্পিকে মারে’র টানা ইতিহাস
আপডেটঃ ৩:১১ পূর্বাহ্ণ | আগস্ট ১৭, ২০১৬

প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে টানা দুটি অলিম্পিকে স্বর্ণ পদক জয় করে ইতিহাসে নাম লেখালেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
রিও অলিম্পিকে পুরুষ এককে রোববার আর্জেন্টিনার জুয়ান দে পতরোকে পরাজিত করেন তিনি। ২৯ বছর বয়সী মারে রোমাঞ্চকর লড়াইয়ে ৭-৫, ৪-৬, ৬-২ ও ৭-৫ সেটে জুয়ানকে পরাজিত করেন।
দ্বিতীয় বাছাই মারের সঙ্গে আর্জেন্টাইন জুয়ান বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। প্রায় দুই ঘণ্টার লড়াইয়ে ফাইনাল সেট জয়ের পর মারে আবেগে কোর্টেই কেঁদে ফেলেন।
অ্যান্ডি মারে ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পুরুষ এককে স্বর্ণ জিতেছিলেন।