সাবেক এমপি মিলনের মেয়ে মাহি জিপিএ-৫ পেয়েছে
আপডেটঃ ১২:৪২ পূর্বাহ্ণ | আগস্ট ২০, ২০১৬

ছাতক প্রতিনিধিঃচান মিয়া:
সিলেট বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত যারিন তাসনীম আহমেদ মাহি ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। সে সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং গৃহিনী ফেরদৌসী বেগম হেনার তৃতীয় কন্যা।
মাহি সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। মেধাবী মাহি এসএসসি পরীক্ষাতেও ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে।
মাহির তিন বোনই মেধাবী। তার বড় বোন তাসনুভা তাসনিম আহমেদ মৌ ব্যাংক কর্মকর্তা ও মেঝো বোন নিশাত তাসনিম আহমেদ মিম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নরত আছে। নিজের ভবিষ্যত উজ্জল কামনায় সে সকলের কাছে দোয়া প্রার্থী।