কলমাকান্দায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
আপডেটঃ ৪:০৩ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০১৬

মোঃ জাফর উল্লাহ,কলমাকান্দা: ঃ কলমাকান্দায় ৪৫ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা মঙ্গলবার সমাপ্ত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে কলমাকান্দা ষ্টেডিয়াম মাঠে গত ১৬ আগষ্ট উক্ত প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এফ.এম.আব্দুল ওয়াজের সঞ্চালনায় উদ্বোধনী ও সমাপ্তি অধিবেশনে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান, ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন ও কলি আক্তার । পাঁচদিন ব্যাপী উক্ত প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ছাত্র/ছাত্রীগণ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন।