রাজধানীর ব্যবসা প্রতিষ্ঠানে ২ নভেম্বর প্রতীকী ধর্মঘট
আপডেটঃ ৫:১৩ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৬

রাজীব হাসান,চ্যানেল সেভেন বিডিঃ রাজধানীর সব ব্যবসা প্রতিষ্ঠানে প্যাকেজ ভ্যাট পুনঃবহাল এবং বিভিন্ন পর্যায়ে ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধে ২ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মলেন এ বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেন ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব।
ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, পূর্বের ন্যায় প্যাকেজ ভ্যাট পুনঃবহাল এবং বিভিন্ন পর্যায়ে ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবিতে আগামী ২ নভেম্বর রাজধানীর সব ব্যবসা প্রতিষ্ঠানে প্রতীকী ধর্মঘট পালন করা হবে।