রানীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন
আপডেটঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | নভেম্বর ০১, ২০১৬

মোঃ জিয়াউর রহমান,রানীশংকৈল,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ অক্টোবর বিকালে ১৬টি দলের গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী। বিশেষ অতিথি জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী। স্বাগত বক্তব্য রাখেন টুনামেন্ট কমিটির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এনামুল হক। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, হরিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল হক, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজাহারুল ইসলাম (সুজন),ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, জেলা জাতীয় পাটির সাবেক সভাপতি এ্যাডঃ এম এ করিম,মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, বিএনপি ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক,টুনামেন্ট কমিটির সম্পাদক নাজিমুল হাসান।
উল্লেখ্য ক’ গ্র“পের রংপুর জেলার পীরগঞ্জ জয় স্পেটিং ক্লাব ০২ গোল দিনাজপুর জেলার নবাবগঞ্জ লাইব্রেরী ক্লাব ০১ গোল করেন।