সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টর দু, আসামি গ্রেফতার
আপডেটঃ ১১:৫৬ অপরাহ্ণ | নভেম্বর ০৬, ২০১৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :চ্যানেল সেভেন বিডি :সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক দু,টি অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৪০) ও মুছা (৩০) নামে ওয়ারেন্টের ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়,আজিবপুর এলাকার মাদক সম্্রাট আলমের ছেলে মুছাকে গতকাল রোববার দুপুরে গ্রেফতার করেছে এসআই ফয়সাল। মুছার বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। ধৃত মুছার মা জয়নব বিবি ওরফে ডিসকু জয়নব ও একজন মাদক সম্্রাজ্ঞী। অপর দিকে এসআই ওমর ফারুক গত শনিবার দিবাগত রাতে কদমতলী এলাকার আজহার হোসেনের ছেলে আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে। আলমগীর একজন মাদক ব্যবসায়ী হলেও তার বিরুদ্ধে মারামারি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। ধৃতদেরকে স্ব স্ব মামলায় গতকাল দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।