বিপাশা বাসু মা হচ্ছেন!
আপডেটঃ ১১:১৯ পূর্বাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৬

চ্যানেল সেভেন বিডি: বিয়ের পর বেশ ভালই সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বাসু ও করণ সিং গ্রোভার। শোনা যাচ্ছে, এবার নাকি তাদের ঘরে নতুন অতিথি আসছে।
স্পটবয় ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিপাশা বাসু ও করণ গাইনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। গত কয়েকমাসে বেশ কয়েকবারই চিকিৎসকের কাছে গিয়েছেন বিপাশা। অবশ্য এ ব্যাপারে একেবারেই মুখ খোলেননি এই জুটি।
খবরটি সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও যা রটে তা তো কিছুটা বটে!
খবর: ওয়ান ইন্ডিয়া।