তামিমের ব্যাটে ঝড়!
আপডেটঃ ১১:২৯ পূর্বাহ্ণ | নভেম্বর ০৯, ২০১৬

চ্যানেল সেভেন বিডি: ব্যাট হাতে নেমেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের ওপর চড়াও হন চট্টগ্রামের অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়ক মাশরাফি মর্তুজার বলেই বাউন্ডারি হাকিয়ে রানের খাতা খুলেন। তারপর বল হাতে যারাই এসেছেন তামিমের হাত থেকে রক্ষা পাননি কেউই। ধুমধারাক্কা পিটিয়েই গেছেন। ব্যাটে ঝড় তুলে বল পাঠিয়েছেন সীমানার বাইরে।
চার-ছক্কার ফুলঝরি উড়িয়ে কম সময়েই অর্ধশত তুলে নিয়েছেন এই ড্যাশিং ওপেনার। ৩২ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় হাফসেঞ্চুরি করেন তিনি।
এটি তার টি-২০ ক্যারিয়ারের পঞ্চম অর্ধশত। অর্ধশতের পর পরই রান আউট হন তামিম। ৫৪ রানে মাঠ ছাড়েন এই অধিনায়ক।