নরসিংদীতে কিশোরী ধর্ষনের দায়ে মসজিদের ঈমামসহ ২ জনের যাবজ্জীবন কারাদন্ড
আপডেটঃ ১:১৫ অপরাহ্ণ | মে ২৮, ২০১৪

নরসিংদীতে ১৪ বছরের এক কিশোরীকে মস্জিদের ভেতরে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে দোষী সাব্যস্ত করে জেলা ও নারী নির্যাতন ট্রাইব্যূনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) শামীম আহাম্মদ মস্জিদের ঈমাম ও তার বন্ধুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডিত করাসহ ২ লক্ষ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করার এক চাঞ্চল্যকর রায় প্রদান করেন। সোমবার বিকেল ৪ টায় নরসিংদীর জনাকির্ণ এক আদালতে বিজ্ঞ বিচারক চাঞ্চল্যকর ধর্ষন মামলায় দোষী সাব্যস্ত করে রায়পুরা উপজেলা দৌলতকান্দী গ্রামের মৃত: মোকাররম এর পুত্র ও শ্রীনিধি দাইরেরপাড় মস্জিদের ঈমাম মোঃ আল-আমিন(২৮) এবং তার বন্ধু একই উপজেলার বড়কান্দা মধ্যপাড়া গ্রামের আনতু মিয়ার পুত্র মোঃ ফয়সাল (২০) এর কিরুদ্ধে এই রায় প্রদান করা হয়েছে। গত বছরের ৩ জানায়ারী বিকেল সাড়ে ৩টায় রায়পুরা উপজেলার চান্দেরকান্দী দাইরেরপাড় রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী একই এলকার মস্জিদের পাশদিয়ে যাওয়ার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই মসজিদের লম্পট ঈমাম ও তার সহোযোগী ফয়সালকে নিয়ে তাকে মস্জিদের ভেতরে ডেকে নিয়ে গামছা দিয়ে হাত ও মুখ বেঁধে জোড়পূর্বক ধর্ষন করে। এ চাঞ্চল্যকর ঘটনায় ভিকটিমের মা জোসনা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। দীর্ঘ প্রায় দেড় বছর পর মামলার তদন্ত ও স্বাক্ষীদের জবানবন্দী গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। বাদীপক্ষে রাষ্ট্র কর্তৃক মনোনীত আইনজীবি মোঃ শরিফুল ইসলাম চৌধুরী দর্পন এবং যাবজ্জীবনে দন্ডিত দুই আসামীর পক্ষের আইনজীবি ছিলেন মোঃ রশিদুজ্জামান ভূইয়া।