গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ আহত-১০
আপডেটঃ ৫:৫৩ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৪
জর্জ আহাম্মেদ,গাজীপুর থেকে
গাজীপুরের টঙ্গীতে ওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভরত সফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে। এ সময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, বেলা ১১টার দিকে ওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ এবং যানবাহন ভাংচুর করে। তিনি বলেন, পুলিশ মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় এক পুলিশ কনস্টেবলসহ অসন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় ওই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গত ১০ জুন টঙ্গীর কলেজ গেইট এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সফিউদ্দিন সরকার একাডেমির দুজন ছাত্রী গুর“তর আহত হয়। ওই সময়ে তাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতিরোধক ও ওভার ব্রিজ নির্মাণের আশ্বাসে ওই দিন অবরোধ প্রত্যাহার করে তারা।