| |

Ad

সর্বশেষঃ

নার্স নিয়োগ পরীক্ষা বাতিল

আপডেটঃ ১২:৩৬ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা বাতিল করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

শনিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে অনিবার্য কারণে এ পরীক্ষা বাতিল করার কথা উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পদের এমসিকিউ (মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন) পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হলো। পরে পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় এ পরীক্ষা বাতিল করা হয়