কালিয়াকৈরে কারখানার বেতনের টাকা ছিনতাই
আপডেটঃ ১২:২০ পূর্বাহ্ণ | জুলাই ০৮, ২০১৪
কালিযাকৈর থেকে ইকবাল আহমেদ-
কালিয়াকৈর উপজেলার পুর্বচান্দরা বোর্ডমিল এলাকায়
সোমবার বিকেলে একটি কারখানার বেতনের টাকা
ছিনতাই হয়েছে।ছিনতাইকারীরা মটর সাইকেল দিয়ে ১
কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
কারখানা কর্র্র্তপক্ষর্ সুত্রে জানা গেছে,উপজেলার
পুর্বচান্দরা বোর্ডমিল এলাকায় ফ ̈াশন ইট কোম্পানী
নামে একটি কারখানায় আশুলিয়ার জামগড়া এলাকায়
অপর একটি কারখানা থেকে ওই দিন দুপুরে কারখানার
শ্রমিকদের বেতনের ১ কোটি ৩৩ লাখ টাকা নিয়ে
একটি মাইμোবাস যোগে কালিয়াকৈর উপজেলার
বোর্ডমিল এলাকার কারখানায় যাচ্ছিল। তাদের বহন করা
ওই মাইμোবাসটি পুর্বচান্দরা বোর্ডমিল এলাকায়
পৌছামাত্র ৩টি মটর সাইকেল যোগে কয়েকজন যুবক
মাইμোবাসের গতিরোধ করে ।ওই যুবকরা মাইμোবাসে
থাকা টাকার ব ̈াগটি ছিনিয়ে নেয়।পরে ছিনতাইকারীরা
মটর সাইকেল যোগে দধুত চলে যায়।পরে তাদের ডাক
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের
কারখানায় পৌছে দেয়। ।
কারখানার এইচ আর রুবেল বকাউল ঘটনার সত ̈তা নিশ্চিত
করে বলেন,শ্রমিকদের বেতনের ১ কোটি ৩৩ লাখ টাকা ছিল।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন,ঘটনাটি
খতিয়ে দেখা হচ্ছে।