কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধ ঃ রা ̄Íায় চলাচলে বাধা
আপডেটঃ ১২:২৬ পূর্বাহ্ণ | জুলাই ০৮, ২০১৪
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিমান্তবর্তী
ধুলিগড়া-সাতকুড়া নামক এলাকায় জমি জবর দখল কে কেন্দধ
করে আলীম উদ্দিন মুন্সির পক্ষের লোকদের রা ̄Íায় চলাচলে বাধা
দিচ্ছে প্রতিপক্ষ ফিরুজ গংরা।
গত বৃহ ̄úতিবার দুপুরে উপজেলার ধুলিগড়া সাতকুড়া
এলাকার আলীম উদ্দিন মুন্সির দখলীয় জমি জবর দখল করতে
গিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে
আহত করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষ মামলা করার প্র ̄‘তি
নিলে ̄’ানীয় ইউপি চেয়ারম ̈ান সাইফু৩⁄৪ামান (সেতু)
মিমাংশার দায়িত্ব নিয়ে উভয় পক্ষ কে শান্ত থাকার নির্দেশ
দেন। এতে আলীম উদ্দিনের পক্ষের লোকজন নিরব থাকল্ওে
প্রতিপক্ষ শামিম গ্রুপ পুনরায় হামলার চেষ্টা করছে।
এতে জীবনের নিরাপত্তাহিনতায় দিন কাটাতে হচ্ছে। শুধু
চেয়ারম ̈ানের কথা মানতে গিয়ে এর প্রতিকার হিসেবে
আলীম উদ্দিনরা আইনগত কোন ব ̈াব ̄’া নিচ্ছেনা।আলীম
উদ্দিন মুন্সির পুত্র ডাঃ হেলাল উদ্দিন সোমবার বিকেলে
সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,আজ সকালে
আমার ভাই মোটর সাইকেল যোগে কালিয়াকৈর আসার
পথে হবুয়ারচালা নামক ̄’ানে উৎপেতে থাকা দুর্বৃত্তরা
রা ̄Íায় বেড়িকেট দেয়। পরে তাকে বাড়ি ফিরে যেতে বাধ ̈
করে। এভাবে রা ̄Íায় রা ̄Íায় বসে থেকে আমাদের বাড়ির
লোকজনের উপর নজর রাখছে। এতে করে আমাদের বাড়ির কেউই
̄^াধীন ভাবে চলাচল করতে পারছিনা।বিষয়টি সুরাহা করার
জন ̈ ̄’ানীয় মহল সরকারের দায়িত্বশীল অধিদপ্তরের কাছে জোড়
দাবী জানিয়েছেন।ইজল
ইকবাল আহমেদ