এ বেদনা সারাজীবন তাড়া করবে: মাশ্চেরানো
আপডেটঃ ৫:৩১ পূর্বাহ্ণ | জুলাই ১৪, ২০১৪

জার্মানির বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়ে শিরোপা হারানোর বেদনা সারজীবন তাড়া করে ফিরবে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার মধ্যমাঠের তারকা হাভিয়ের মাশ্চেরানো।
২৮ বছর পর স্বপ্নের শিরোপার খুব কাছে যেয়েও ব্যর্থ হয়ে ফিরে আসার এই ‘অপরিমেয় দুঃখ’ আর্জেন্টিনার খেলোয়াড়দের জীবনভর বয়ে বেড়াতে হবে বলেও হতাশা প্রকাশ করেন তিনি।
বেদনায় মুষড়ে পড়া মাশ্চেরানো বলেন, এটা অপরিমেয় দুঃখ! আমাদের সামর্থের সবটুকু দিয়েছি। নিজেদের জন্য ও সমর্থকদের আমরা দুঃখিত।