টঙ্গীর এক ভারসাম্যহীন নারীকে পিটিয়ে হত্যা….
আপডেটঃ ১:২২ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২০, ২০২১

স্টাফ রিপোর্টার-: টঙ্গীর এক নারীকে পিটিয়ে হত্যা। চুরি করার অপবাদ দিয়ে টঙ্গীর নওগাঁ নাসির মিয়ার বাড়ির ভাড়াটিয়া, এস নাহার ৫৬ কে গণপিটুনি দিয়ে মারার অভিযোগ উঠেছে,গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহর নামে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসে, শুক্রবার দুপুর ১২টায়। গাছা থানার এসআই শরিফুল ইসলাম জানান, শুক্রবার ভোরে শহীদুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি আরো জানান,বড়বাড়ি কুনিয়া পাচর শহীদুল্লাহর বাড়িতে চুরি করার অপরাধে এলাকাবাসীর মাধ্যমে গণধোলাই দিয়ে এস নাহারকে পিটিয়ে মারা হয়। নিহত এস নাহার কুমিল্লার সলিমগঞ্জ লিলিহান গ্রামের অধিবাসী। দীর্ঘদিন টঙ্গীর নওগাঁ ৪৬ নং ওয়ার্ডের, জোটের কাজ করতো নাহার। এস নাহার এ র স্বামী হোসেন মিয়া জানান, এস নাহারের মাথা একটু সমস্যা আছে।। তবে তিনি দাবি করেন, আওয়ামী লীগের এক নেতা পিটিয়ে মেরেছে তার স্ত্রীকে। তদন্ত সাপেক্ষে মামলা করবে বলে জানান , গাছা থানার ওসি ইসমাইল হোসেন।