টঙ্গীতে ফেনসিডিল সহ দুই নারী ব্যাবসায়ী আটক…
আপডেটঃ ১২:১৭ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২৩, ২০২১

এম এস আই জুয়েল পাঠান-: গাজীপুর মহানগর টঙ্গীতে ৫৬নং ওয়ার্ড উত্তর আরিচপুর কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তি এলাকা হতে ঘরের ভিতর রক্ষিত ফ্যানসিডিল সহ মাদক সম্রাজ্ঞী মমেলা বেগম কে আটক করে টঙ্গী পূর্ব থানার এসআই মোঃ রাজিব হোসেন ও এসআই আশিকুর রহমান আশিক, এ সময় মাদক ব্যাবসায়ী মমেলা কে জিজ্ঞাসাবাদ করে তার ঘরে রক্ষিত ভারতিয় ৫৫ পিছ ফেনসিডিল সহ মমেলা বেগম ও ময়ূরী বেগম কে গ্রেফতার করে পুলিশ, উল্লেখ্য থাকে যে গাজীপুর মেট্রোপলিটন হওয়ার পর পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের তত্বাবধানে ব্যাংক মাঠ বস্তির প্রায় ৫০টি মাদক ব্যাবসায়ীর ঘর ভেংগে উচ্ছেদ করা হয় পরে তারা পুলিশ কমিশনারকে লিখিত দেন তারা আর কখনো মাদক ব্যবসায় ফিরে আসবেনা কিন্তু কয়েক দিন পর আবারো তারা পৃর্বের চাইতে আরো ভয়ংকর ভাবে মাদক ব্যবসা শুরু করেন, এলাকাবাসী বলেন আরো যাহারা মাদক ব্যবসার সাথে যুক্ত তাদের চিন্নিত করে যত দ্রত সম্বব আইনের আওতায় এনে শাস্থির ব্যবস্থা করা হউক তাহলেই আগামী প্রজন্ম সুন্দর একটি পৃথিবী দেখতে পারবে।