গাজীপুরের মাওনা চৌরাস্তা পাওয়ার ইলেভেন ক্লাবের ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত….
আপডেটঃ ১১:০০ অপরাহ্ণ | মার্চ ০৩, ২০২১

সোহাগ রানা, গাজীপুর জেলা প্রতিনিধি:– গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পাওয়ার ইলেভেন ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার মুলাইদ এলাকায় ঝমকালো আয়োজনে খেলার উদ্বোধন করেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ। খেলায় অংশগ্রহণ করে পাওয়ার হির্টাস বনাম সুপার চ্যালেঞ্জার।
মাওনা চৌরাস্তা পাওয়ার ইলেভেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাদ্দাম হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার আবুল, পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম খসরু মাতাব্বর, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেলীহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, তেলীহাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হযরত আলী জয়, উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান হক, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খোকন মিয়া, তেলীহাটি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোশারফ হোসেন, সংবাদকর্মী এস এম জহিরুল ইসলাম শফিকুল ইসলাম,সোহাগ রানা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গ্যালারি ভর্তি খেলা প্রিয় দর্শকরা।
জমকালো আয়োজনে সুপার চ্যালেঞ্জার বিজয়ী টিমকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে অতিথি এবং খেলোয়াড়দেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরো খেলা জুড়ে মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের বাংলা সংবাদ,দৈনিক মুক্তি নিউজ ও দৈনিক আজকের আলোকিত সকাল।